ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা
অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়মআমরা আজকে আপনাদের জন্য আর্টিকেলে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা সম্পর্কে
আলোচনা করব। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং সম্পর্কে সকল ধরনের প্রয়োজনীয় তথ্য
জানতে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা আর্টিকেলটি বিস্তারিত দেখুন। আমরা
আর্টিকেলের ভেতর ডাচ বাংলা ব্যাংকিং খরচ সহ ডাচ বাংলা ব্যাংকিং এজেন্ট এর সুবিধা
কি তা বিস্তারিতভাবে তুলে ধরেছি।
আমরা আমাদের আর্টিকেল ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা এর মাঝে এজেন্ট
ব্যাংকিং সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যে তা থেকে আপনারা অনেক
বেশি উপকৃত হবেন।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং
ব্যাংকিং এই কথাটার সাথে আমরা সকলেই পরিচিত হলেও এজেন্ট ব্যাংকিং এই কথাটি আমাদের
অনেকের কাছেই নতুন। অনেকেরই এজেন্ট ব্যাংকিং সম্পর্কে খুব একটা ধারণা নেই।
ব্যাংকিং এই কথাটা বলে সবাই খুব সহজেই বুঝতে পারবে যে কি বোঝানো হয়েছে কিন্তু
যখন বলা হবে যে এজেন্ট ব্যাংকিং তখন অনেকের মনেই প্রশ্ন জাগবে এজেন্ট ব্যাংকিং
কি?
আরও পড়ুনঃ বাংলালিংক এমবি চেক করার কোড
এজেন্ট ব্যাংকিং হচ্ছে ব্যাংকিং এর একটি নতুন ব্যাংকিং ব্যবস্থা। যা বাংলাদেশ
ব্যাংক দ্বারা অনুমোদিত। এই পদ্ধতিতে বায়োমেট্রিক মেশিন ব্যবহার করে প্রতিটি
লেনদেন করা হয়ে থাকে। লেনদেন করার সময় ব্যক্তির আঙ্গুলের ছাপ শনাক্তকরণ এর
মাধ্যমে লেনদেন পরিচালনা করা হয়ে থাকে।
এতক্ষণ আপনাদেরকে জানালাম এজেন্ট ব্যাংকিং কি এখন আপনাদের সামনে তুলে ধরবো য ডাচ
বাংলা ব্যাংকিং ব্যাংকিং কি। ডাচ বাংলা ব্যাংকের যে কোন শাখায় টাকা উত্তোলনের
জন্য অবশ্যই আপনাকে আঙ্গুলের ছাপ রেজিস্ট্রেশন করে এজেন্ট ব্যাংকিং আউটলেট এর
মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে।
এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে নেতৃত্ব দেয় বেসরকারি খাতের ব্যাংক এশিয়া ও ডাচ
বাংলা ব্যাংক। এছাড়াও আরো কিছু ব্যাংক রয়েছে যা এজেন্ট ব্যাংকিং চালু করেছে।
যেমনঃ দি সিটি ব্যাংক, এনআরবি কমার্সিয়াল, মধুমতী, আল - আরাফাহ ইসলামী,
মিউচুয়াল ট্রাস্ট, অগ্রণী,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইত্যাদি।
এজেন্ট ব্যাংকিং নীতিমালা
এজেন্ট ব্যাংকিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সকল প্রত্যন্ত এলাকায় এখন পর্যন্ত
ব্যাংকিং সুবিধা খুব একটা পৌঁছায়নি সেই সকল এখানের মানুষদের সেবা প্রদান।
এছাড়াও যে শহরে উপস্থিত কিছু ব্যক্তি যারা এখন পর্যন্ত ব্যাংকিং এর সাথে কোন রকম
ভাবে সংযুক্ত হয়নি তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা এজেন্ট ব্যাংকিং এর
উদ্দেশ্য।
আরও পড়ুনঃ প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখার নিয়ম
এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে। আমরা এখন আপনাদের সামনে
এজেন্ট ব্যাংকিং নীতিমালা আলোচনা করব।
- সঞ্চয়ী হিসাবধারীর ক্ষেত্রে ২ বারে চার লাখ টাকা এবং স্পেশাল নোটিশ ডিপোজিটের মাধ্যমে চারবারে ছয় লাখ টাকা জমা দেয়ার সুবিধা পাবেন।
- চলতি হিসাবধারীর ক্ষেত্রে ৪ বারে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার সুবিধা পাবেন।
- সঞ্চয়ী হিসাবধারী একদিনে দুইবারে তিন লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন।
- চলতি হিসাবধারী একদিনে দুইবারে পাঁচ লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন।
- সঞ্চয়ী হিসাবধারী ব্যক্তি দুই পারে পাঁচ লক্ষ টাকা আর স্পেশাল নোটিশ ব্যবহার করে চারবারে দশ লক্ষ টাকা পাঠানোর সুবিধা পাবেন।
- চলতি হিসাবধারী ব্যক্তি একদিনে চারবারে কোন রোল লক্ষ টাকা পাঠানোর সুবিধা পাবেন।
- এজেন্ট ব্যাংকিং এর নীতিমালা অনুযায়ী শহরে যদি একটি আউটলেট থাকে তাহলে গ্রামে তিনটি আউটলেট চালু রাখতে হবে।
- এজেন্ট ব্যাংকিং এর সময়সীমা সাধারণ ব্যাংকিং এর সময়সীমার মতই থাকবে।
- ব্যাংক তার নিরাপত্তা এবং ঝুঁটির ওপর নির্ভর করে নিজেদের ইচ্ছা অনুযায়ী আউটলেট চালু রাখতে পারবেন।
- যদি কোন ব্যক্তির নিজস্ব বিক্রয় প্রতিষ্ঠান থাকে তাহলে সেই ব্যক্তি কিংবা কেন্দ্রীয় এজেন্ট হতে পারবে এবং সেই সংশ্লিষ্ট ব্যাংকের হয়ে গ্রাহকদের আর্থিক সেবা প্রদান করতে পারবেন।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা
আমরা আমাদের আর্টিকেলের এই অংশের আপনাদের জানার সুবিধার্থে ডাচ বাংলা এজেন্ট
ব্যাংকিং এর সুবিধা সম্পর্কে আলোচনা করলাম। আপনারা নিম্নোক্ত আলোচনা পড়ার মাধ্যমে
জানতে পারবেন যে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং করে সাধারণ মানুষ কোন কোন সুবিধা
পাবেন। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা সমূহঃ
- ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং করা হয় বায়োমেট্রিক মেশিন এর সাহায্যে ব্যক্তির আঙ্গুলের ছাপ সনাক্তকরণ এর মাধ্যমে সেই কারণে এই ব্যাংকিং ব্যবস্থা ১০০% নিরাপদ।
- অর্থ সঞ্চয়ের জন্য এটি একটি অনন্য ব্যবস্থা হিসাবে কাজ করে।
- যেই অর্থ সঞ্চয় করবেন তার উপর নির্দিষ্ট পরিমাণ মুনাফা লাভের সুবিধা রয়েছে।
- এটি একটি এমন ব্যাংকিং ব্যবস্থা যা দেশের যেকোনো স্থানে পাবেন।
- এই ব্যাংকিং এর ক্ষেত্রে বার্ষিক চার্জ প্রযোজ্য নয়।
- এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে প্রথম বছরে এটিএম চার্জ ফ্রি পাবেন।
- এজেন্ট ব্যাংকিং এর সাহায্যে এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
- এই ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে মার্চেন্ট দোকান থেকে কেনাকাটা করার সুবিধা পাবেন।
- এজেন্ট ব্যাংকিং এর অনুমোদন রয়েছে এমন যেকোনো আউটলেট থেকে লেনদেন করতে পারবেন।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সেবা
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং তাদের গ্রাহকদের বেশ কিছু সেবা প্রদান করে থাকেন। আমরা
আর্টিকেলের এই পর্বে সেই সকল সেবা সম্পর্কের আপনাদের সামনে আলোচনা করব।ডাচ বাংলা
এজেন্ট ব্যাংকিং এর সেবা সমূহ আলোচনা করলামঃ
- বিল প্রদান
- ফিক্সড ডিপোজিট
- নগদ টাকা জমা
- নগদ টাকা উত্তোলন
- অন্য একাউন্ট এ টাকা পাঠানো
- সঞ্চয়ী হিসাব খোলা
- চলতি হিসাব খোলা
- বেতন প্রদান
- ভাতা প্রদান
- ডিপোজিট প্লাস স্কিম
- একাউন্ট ব্যালেন্স জানা
- বিদেশ থেকে প্রেরিত টাকা গ্রহণ করা।
ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং লোণ
আমরা আমাদের আর্টিকেলের এই অংশে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং লোণ সম্পর্কে
আলোচনা করব। ডাচ বাংলা ব্যাংকিং লোণ কাদের ক্ষেত্রে এবং কত টাকা দিয়ে থাকেন কত
বছর মেয়াদ শেষ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম।
যাদের জন্য লোনঃ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং
শিক্ষক যারা চাকুরীজীবী রয়েছেন তাদেরকে কিছু সহজ শর্তে এবং জামানত বিহীন
পার্সোনাল লোণ প্রদান করে থাকেন।
টাকার পরিমাণ এবং মেয়াদঃ ডাচ বাংলা ব্যাংক সর্বোচ্চ ২০ লক্ষ টাকা এবং
সর্বনিম্ন ২ লক্ষ টাকা লোণ প্রদান করে থাকেন। যার ইন্টারেস্ট রেট হচ্ছে ৭.৫%। এর
ক্ষেত্রে কোনো রকম মর্টগেজ প্রয়োজন পড়ে না। এই লোণের মেয়াদ তিন থেকে পাঁচ বছর।
কিন্তু অবশ্যই লোনকৃত ব্যক্তির বেতন ব্যাংকে হতে হবে এবং নূন্যতম বেতন হতে হবে ৩০
হাজার।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং খরচ
অনেকের মনেই প্রশ্ন জাগে যে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং খরচ কত? ডাচ বাংলা এজেন্ট
ব্যাংকিং এর ক্ষেত্রে টেরিটেরিতে জমা দান করা এবং উত্তোলন করা ফ্রি। অন্য
টেরিটেরিতে ডিপোজিট ও ট্রান্সফার করতে হাজারে শুধুমাত্র এক টাকা এছাড়াও
সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ২০০ টাকা।
অন্য টেরিটেরিতে উত্তোলনের ক্ষেত্রে হাজারে মাত্র তিন টাকা এছাড়াও সর্বনিম্ন ৫
টাকা ও সর্বোচ্চ ৫০০ টাকা। এছাড়াও আপনারা যদি ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং খরচ
সম্পর্কে বিস্তারিতভাবে কোন কিছু জানতে চান তাহলে ডায়াল করতে পারেন ১৬২১৬।
এজেন্ট ব্যাংকিং একাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
এজেন্ট ব্যাংকিং একাউন্ট রেজিস্ট্রেশন করতে গেলে কোন কোন কাগজ কাগজপত্রের
প্রয়োজন হবে তা আমরা আমাদের আর্টিকেলের এই অংশে আলোচনা করলামঃ
- অ্যাকাউন্ট খোলার ফর্ম যা মনোনীত এজেন্ট ব্যাংকিং আউটলেটে পাওয়া যাবে সেটি ফিলাপ করতে হবে।
- গ্রাহকের ছবি এবং নমিনির ছবি।
- গ্রাহকের পরিচয় পত্র।
- নমিনির পরিচয় পত্র।
এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে টাকা উত্তোলনের নিয়ম
অনেক সময় দেখা যায় যে অনেকেই ব্যাংকিং আউটলেটে টাকা উঠাতে গিয়ে দ্বিধাদ্বন্দে
পড়েন। কি করতে হবে আর কি না করতে হবে বুঝতে পারেন না।এজেন্ট ব্যাংকিং আউটলেট
থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন সেই সম্পর্কে নিজে আলোচনা করলামঃ
- টাকা উত্তোলনের জন্য এজেন্টকে বায়োমেট্রিক একাউন্ট নম্বর ও টাকার পরিমাণ বলতে হবে।
- এজেন্ট বায়োমেট্রিক মেশিনে একাউন্ট নম্বর ও টাকার পরিমাণ উঠাবেন তা ভালোভাবে চেক করে নিতে হবে।
- এজেন্ট বায়োমেট্রিক মেশিনে ব্যক্তির আঙ্গুলের ছাপ দিয়ে সনাক্ত করবেন।
- সনাক্ত হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ গ্রাহককে প্রদান করা হবে।
- গ্রাহকের মোবাইলে একটি এস এম এস আসবে।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং হেল্পলাইন
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে যদি কোন ব্যক্তি কোনরকম সমস্যার সম্মুখীন
হয় তাহলে সেই সকল সমস্যা সমাধান করার জন্য ডাচ বাংলা ব্যাংক একাউন্ট তাদের একটি
হেল্প লাইন চালু করে রেখেছে।
সেই হেল্পলাইন এ কল করে এজেন্ট ব্যাংকিং এর সম্পর্কে যেকোনো ধরনের সমস্যার কথা
বলে তারা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর
হেল্পলাইন হচ্ছে ১৬২১৬। আপনারা বাংলাদেশের যে কোন স্থানে থেকে এই নাম্বারে কল
করলে ব্যাংকিং সম্পর্কে বিভিন্ন রকম সমাধান পাবেন।
আর যদি কোন ব্যক্তি দেশের বাইরে অবস্থান করেন এবং ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং
সম্পর্কে কোনরকম সমস্যায় পড়েন তাহলে ০৯৬৬৬৭১৬২১৬ নাম্বারে কল করতে পারেন এটি
তাদের ইন্টারন্যাশনাল হেল্পলাইন।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা তালিকা
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এমন একটি ব্যাংকিং পদ্ধতি যা বাংলাদেশের বিভিন্ন
কোনায় কোনায় শাখা খুলে রেখেছেন। যেন সাধারণ মানুষ দেশের যেকোনো কোনায় থেকে এই
ব্যাংকিং এর সুবিধা পেয়ে থাকেন। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার তালিকাঃ
- কুষ্টিয়া-কম্পিউটার অ্যান্ড মোবাইল সেন্টার
- কুষ্টিয়া-এ এল মামুন টেলিকম
- কুমিল্লা-এম এস ফ্রেন্ড টেলিকম
- কুমিল্লা-এল্ভি টেলিকম
- বরিশাল-এমএস বন্ধু টেলিকম
- বরিশাল-এমএস হাওলাদার টেলিকম
- চুয়াডাঙ্গা-এ এইচ এন্টারপ্রাইজ
- মাদারীপুর-রিশাদ ইলেকট্রনিক
- ঢাকা-মা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার
- রাজশাহী-এম এস নাবিলা এন্টারপ্রাইজ
- রাজশাহী-এম এস মাস্টার এন্টারপ্রাইজ
- রংপুর-এম এস শিরিন ট্রেডার্স
- দিনাজপুর-এমএস হাসান ট্রেড
- ফরিদপুর-প্রফেসর জালাল হোমিও হল
- ফরিদপুর- দ্যা ফরিদপুর ইলেকট্রনিক হাউস-১
- গাজীপুর-মা ডট নেট-১
- গাজীপুর-মা ডট নেট-২
- নাটোর-অনলাইন ডট কম
- নাটোর- আখতার টেলিকম
- গাজীপুর-এম এস ভাই ভাই ট্রেডার্স
- হবিগঞ্জ-এমএস একটেল শপ
- হবিগঞ্জ-লিসা মোবাইল সামগ্রী
- যশোর-ফারুক কম্পিউটার এন্ড মোবাইল
- যশোর-এম এস হামজা ট্রেডিং
- কিশোরগঞ্জ-এম এস ডি ক্যাশ এন্টারপ্রাইজ
- ফেনী-এম এস শাপলা ট্রেডার্স
- ফেনী-নেহা টেলিকম
- লক্ষ্মীপুর-মাহা মুনতাহা টেলিকম
- নোয়াখালী-ওয়াহিদ এন্টারপ্রাইজ
- সিরাজগঞ্জ- তাবিব ট্রেডার্স
- সিলেট-লিজা মোবাইল সামগ্রী
- লক্ষ্মীপুর-লাবণ্য টেলিকম
- ভোলা-এম এস মুকুল এন্টারপ্রাইজ
- ভোলা-এম এস জয়নাল আবেদীন এন্ড সান
- চাঁদপুর-এম এস গাজী এন্টারপ্রাইজ
- চিটাগাং-এম এস ডি ক্যাশ এন্টারপ্রাইজম
- মানিকগঞ্জ-আরেফিন ইন্টারপ্রাইজ
- ময়মনসিংহ-এম এস শামীম এন্টারপ্রাইজ
- ময়মনসিংহ-এম এস খান এন্টারপ্রাইজ
- নারায়ণগঞ্জ-গাজী ফোন
- নারায়ণগঞ্জ-ইউনিভার্সাল সাউন্ড টেলিকম ইন্টারন্যাশনাল
- নরসিংদী-ঝুমা ইলেকট্রনিক এন্ড মোবাইল বাজার
- নরসিংদী-অনলাইন ডট কম
- নীলফামারী-অন্নপূর্ণা অগ্র এবং সার্ভিস
- টাঙ্গাইল-নিউ মাল্টিমিডিয়া কম্পিউটার এন্ড টেলিকম
- টাঙ্গাইল-মাদার টেলিকম
- কুষ্টিয়া-কম্পিউটার অ্যান্ড মোবাইল সেন্টার
- কুষ্টিয়া-এ এল মামুন টেলিকম
- গাইবান্ধা-বাপ্পি টেলিকম
- গাইবান্ধা-খুশি ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়ার
লেখকের মন্তব্যঃ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা
আশা করছি আপনারা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সুবিধা এই আর্টিকেলটি পড়ার
মাধ্যমে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন।
ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং মানুষকে কিভাবে সেবা প্রদান করে এবং কি কি সেবা প্রদান
করে। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং সম্পর্কে আপনাদের কোন তথ্য জানার থাকলে আমাদেরকে
কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার
চেষ্টা করব।
''ধন্যবাদ''
দ্যা বর্ষা ওয়েব সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url