গরু মোটাতাজাকরণ ঔষধের নাম যা অনেক বেশি কার্যকরী জেনে নিন

ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়আপনারা অনেকেই রয়েছেন যারা গরু মোটা করতে চাইছেন। যদি আপনি গরু মোটা করতে চান তাহলে আমার লেখা গরু মোটাতাজাকরণ ঔষধের নাম এই আর্টিকেলটি পড়ুন। কারণ আমি গরু মোটাতাজাকরণ ঔষধের নাম এই আর্টিকেলে বিস্তারিতভাবে তিন মাসে গরু মোটাজাতকরণ এবং গরু মোটাতাজাকরণ ঔষধের নাম কি তুলে ধরেছি।
 
গরু মোটাতাজাকরণ ঔষধের নাম
আশা করছি আমার লেখা আর্টিকেলটি পড়ে আপনি গরু মোটাতাজাকরণ ঔষধের নাম গুলো জানতে পারবেন এবং আপনি আপনার পালিত গরু মোটা করে লাভবান হবেন।

তিন মাসে গরু মোটাজাতকরণ

অনেকেই গরু শুধুমাত্র তিন মাস পালন করার পর বিক্রি করে দিতে চাই। কারণ অনেকেই মনে করে দীর্ঘ সময় ধরে গরু পালন না করে তিন মাস পালন করে বিক্রি করে দিলে বেশি লাভবান হওয়া যায়। যেকোনো ধরনের গরু ৩ মাস পালন করে মোটা করে বিক্রি করলে বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকে। তাই গরু পালন যদি আপনার ব্যবসা হয় তাহলে দীর্ঘ সময় ধরে গরু পালন না করে তিন মাস গরু পালন করে বিক্রি করে দিতে পারেন। কারণ এতে লাভ বেশি হয়ে থাকে।

এখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তিন মাসে গরু মোটাজাতকরণ কিভাবে করবেন।

  • এ-মেকটিন প্লাস
  • নাইট্রোনেক্স ইঞ্জেকশম
  • জিঙ্ক সিরাপ
  • ভিটামিন বি কমপ্লেক্স
  • রুচির ঔষধ
  • এমাইনোভিট প্লাস ভেট
  • এমাইনোভিট প্লাস ইঞ্জেকশন
  • ক্যাটোফস
  • রেনাসল এডি
  • এডিই-ভেট
আপনি যদি গরুকে তিন মাসে মোটা করতে চান তাহলে অবশ্যই গরু বাজার থেকে কিনে আনার পর উপরোক্ত ঔষধ ও ইনজেকশন গুলো দেয়ার চেষ্টা করবেন। কারণ একটি গরু যখন বাজার থেকে কিনে আনা হয় তখন সেই গরুর মাঝে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। 
তাই উপরে উল্লেখ্য ঔষধ এবং ইনজেকশন দ্বারা প্রথমে সে সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। কারণ যদি গরুর ভেতর কোনো রকম সমস্যা থাকে তাহলে চেষ্টা করলেও আপনি সেই গরুকে মোটা করতে পারবেন না। তাই আগে সমস্যা সমাধান করুন এবং দানাদার খাবার সঠিক পরিমাণে খাওয়ান।

গরুর দানাদার খাবার খাওয়ানোর ক্ষেত্রে সকালে এবং বিকালে ইউরেশ খাওয়ানোর চেষ্টা করবেন। গরুর দানাদার খাবার এর ভেতর অবশ্যই সুষম খাবার থাকতে হবে। তাছাড়াও সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে গরুকে সুষম খাবার প্রদান করতে হবে।

হাড্ডি সার গরু মোটাজাতকরণ

আপনি যদি বাজারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে যাওয়ার পরে গিয়ে দেখেন সেই টাকাতে একটি হাড্ডি সার গরু পেয়েছেন এবং তা নিয়ে অনেক বেশি চিন্তিত এবং মনে মনে ভাবছেন অনেক বেশি লোকসান হয়ে গেল। তাহলে এটি আপনার একদম ভুল ধারণা। 
কারণ কিছু পদ্ধতি রয়েছে যে সকল পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার হাড্ডি সার গরু মোটা করে খুব অল্প সময়ে লাভবান হতে পারবেন। অনেক খামারি ব্যবসায়ী রয়েছে যারা বাজার থেকে হাড্ডি সার গরু কিনে নিয়ে এসে তা মোটা করে অধিক লাভে বিক্রি করে থাকেন। 

তাই আপনি যদি বাসায় পালন অথবা খামারে পালন করার জন্য এবং লাভের আশায় হাড্ডি সার গরু কিনে থাকেন তাহলে কিছু পদ্ধতি অবলম্বন করে সেই গরু মোটা করে বিক্রি করে লাভবান হতে পারবেন।

হাড্ডি সার গরু মোটাজাতকরণ পদ্ধতিঃ

  • বাজার থেকে কিনে আনার পর অবশ্যই আপনার গরুকে প্রথমে কৃমির ঔষধ খাওয়াতে হবে।
  • কৃমির ঔষধ খাওয়ানোর একদিন পরে লিভার টনিক ঔষধ খাওয়াতে হবে। এই ঔষধ একটানা ৪-৫ দিন খাওয়াতে হবে।
  • কৃমির ঔষধ খাওয়ানোর তিন দিন পর খাওয়াতে হবে জিংক ঔষধ।
  • তারপরে গরুকে ক্যাটোফস ইঞ্জেকশন দিতে হবে। ১০ সিসি পরিমাণ ইঞ্জেকশন প্রথম ডোজ দেওয়ার ৪ দিন পর দ্বিতীয় ডোজ এবং ৪ দিন পর তৃতীয় ডোজ এবার ৭ দিন পর চতুর্থ ডোজ দিতে হবে ২০ মিলি।

এছাড়া আপনার গরুকে সুষম খাবার খাওয়াতে হবে। ১০০০ কেজি খাবার তালিকা সুষম খাবার তালিকাঃ

  • ধানের গুড়া-৪০০ কেজি
  • ভুট্টা গুড়া-৩০০ কেজি
  • গমের ভুসি-১০০ কেজি
  • সয়াবিন খৈল-১০০ কেজি
  • শুটকি গুড়া-১০০ কেজি

এ সকল খাবারের পাশাপাশি আপনি আপনার গরুর স্বাস্থ্য ভালো করার জন্য কাঁচা ঘাস খাওয়াতে পারেন। এতে করে আপনার গরুর খুব সহজে মোটা ও স্বাস্থ্য ভালো হবার সম্ভাবনা দেখা দেবে।

গরু মোটাজাতকরণ খাদ্য তালিকা

বাসায় হোক অথবা খামারে যেখানেই গরু পালন করা হোক না কেন এর মূল উদ্দেশ্য থাকে অল্প খরচে লাভবান হওয়া। আমাদের দেশে গরু পালন করে অনেক বেশি লাভবান হওয়া যায় যার ফলে অনেক বেকার যুবক এখন গরু পালনের দিকে আগ্রহী হয়ে উঠেছেন। এটি এমন একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে যা থেকে অল্প পরিশ্রম দিয়ে আর কিছু পদ্ধতি অবলম্বন করলে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 
গরু পালন করে লাভবান হতে চাইলে অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। কারণ সঠিক পদ্ধতি অবলম্বন না করলে গরু পালন করে লাভবান হওয়া কখনোই সম্ভব নয়। গরু পালন করলে অবশ্যই আপনাকে নিয়মিত গরুর বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য ঔষধ খাওয়াতে হবে এবং সুষম খাবার খাওয়াতে হবে। 

আপনি যদি আপনার গরুকে সঠিক পরিমাণে সুষম খাবার না খাওয়ান তাহলে গরু থেকে লাভবান হওয়া যায় না। আর সেই কারণে আমি এখন আপনাদের সামনে গরু মোটাতকরণ খাদ্য তালিকা আলোচনা করব। এ সকল খাবার আপনার পালিত পশুকে খাইয়ে আপনি লাভবান হতে পারবেন।

মোটাজাতকরণ খাদ্য তালিকাঃ

  • আপনাকে নিতে হবে গমের ভুসি যার পরিমাণ হবে-৫৪০
  • তারপর নিতে হবে খেসারি ভুসি যার পরিমাণ হবে-২০০
  • মাছের গুড়া যার পরিমাণ হবে-৮০
  • তিলের খৈল যার পরিমাণ হবে-১৫০
  • খাবার তালিকায় আমিষ রাখতে হবে যার পরিমান হবে-২০৯
  • তাছাড়াও শুষ্ক খাদ্য রাখতে হবে। যার পরিমান হবে-৯০০
  • এরপরে মেশাতে হবে ঝিনুকের পাউডার যার পরিমাণ হবে-২৫

আপনাদের সুবিধার জন্য আরও একটি মোটাজাতকরণ খাদ্য তালিকা তুলে ধরলামঃ

  • আপনাকে নিতে হবে চাল ভাঙ্গা যার পরিমাণ হবে-২০০
  • তারপর নিতে হবে ধানের ভুসি যার পরিমাণ হবে-২৩০
  • গমের ভুসি যার পরিমাণ হবে-৩০০
  • সরিষার খৈল যার পরিমাণ হবে-১৯০
  • খাবার তালিকায় আমিষ রাখতে হবে যার পরিমাণ হবে-১৮৭
  • এছাড়াও থাকবে ঝিনুকের পাউডার যার পরিমাণ হবে-২৫
  • আর ও থাকবে মাছের গুড়া যার পরিমাণ হবে-৫০
  • শুষ্ক খাদ্য যার পরিমাণ হবে-৯০০

আপনাদের সুবিধার জন্য দুইটি মোটা জাতকরণ খাবারের তালিকা তুলে ধরলাম। আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি তালিকা অনুযায়ী সুষম খাদ্য তৈরি করবেন এবং আপনার পালিত পশুকে সঠিক পরিমাণে খাওয়াবেন।

গরু মোটাজাতকরণ পাউডার

সকলেই চাই অল্প খরচে অধিক লাভ করতে। তাই অনেকেই বিভিন্ন রকম ঔষধ এর সাহায্যে পালিত পশু মোটা করে বাজারে বিক্রি করে থাকে। একটি গরু সুষম খাবার ও মোটা করার ঔষধ ছাড়াও মোটা করা সম্ভব। এখন আপনি মনে মনে ভাবছেন কিভাবে। বাজারে বিভিন্ন রকম গরু মোটাজাতকরণ পাউডার পাওয়া যাই। 

আপনি সেই সকল পাউডার আপনার গরুকে খাইয়ে খুব সহজেই গরুকে মোটা ও স্বাস্থ্যবান করে তুলতে পারবেন। গরু মোটাজাতকরণ পাউডার এর মধ্যে বেশ পরিচিত নাম হচ্ছে ফ্যাট পাউডার যা এসিআই কোম্পানির।এই পাউডার কি পরিমাণে খাওয়াতে হবে তা জানার জন্য একজন পশু চিকিৎসকের পরামর্শ নিবেন। 

এই পাউডার খাওয়ানোর কারণে আপনার গরু অনেক বেশি মোটা এবং স্বাস্থ্যবান হবে। কিন্তু এই পাউডার খাওয়ার ফলে গরুর ক্ষতি ও হতে পারে। তাই আমার মতে কোনরকম পাউডার না খাইয়ে সাধারণ খাবার খাইয়ে আপনার গরু মোটা করার চেষ্টা করতে হবে। 

আপনি মোটা করার কোন পাউডার না খাইয়ে ওজিংক প্লাস-১৮ ও রুমেনাল ও জিঙ্ক পাউডার খাওয়াতে পারেন। এতে করে আপনার গরুর রুচি ফিরে আসবে এবং সাধারণ সুষম খাবার ভালোভাবে খাবে ও স্বাস্থ্যবান হবে।

গরু মোটা জাতকরণ ফিড

অনেক খামারী রয়েছে যারা গরু মোটা করার জন্য অনেক সময় ব্রয়লার মুরগির ফিড খাইয়ে থাকেন। তারা মনে করেন যে এই ফিড খাওয়ার কারণে গরু খুব দ্রুত মোটা এবং বড় হবে। আপনার ধারণাও যদি এরকম হয় তাহলে এটি একদম ভুল ধারণা। কারণ ব্রয়লার মুরগির ফিড খাওয়ানোর ফলে গরুর উপকারের চাইতে অপকার বেশি হয়। 

এই ধরনের ফিড খাওয়ার ফলে গরু ভেতর থেকে অনেক বেশি দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে। কারণ প্রতিটি পশুর খাবারের ধরন ভিন্ন ভিন্ন। আর তাদের খাবারে রয়েছে তাদের মতো পুষ্টি উপাদান। তাই ব্রয়লার মুরগির ফিডে ততটুকু পুষ্টি নেই যতটুকু একটি গরুর প্রয়োজন। এটি খাওয়ালে আপনার গরুর বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারেন। 

এছাড়াও ব্রয়লার মুরগির ফিড খাওয়ার কারণে গরুর গরম উঠে মারা যাওয়ার আশঙ্কাও অনেক বেশি থাকে। তাই আমার মতে কখনোই গরুকে ব্রয়লার মুরগির ফিড খাওয়ানো উচিত নয়। আপনি যদি আপনার গরুকে ফিড খাওয়াতে চান তাহলে এখন বাজারে গরুর জন্য বিভিন্ন কোম্পানি ফিড বের করেছে যেমন একটি হচ্ছে এসিআই কোম্পানির ফিড। 

এই ফিডে একটি গরুর যতটুকু পুষ্টি উপাদান দরকার উপস্থিত রয়েছে। তাই আপনি আপনার গরুকে নিশ্চিন্তে এই ধরনের ফিড খাওয়াতে পারেন। কিন্তু অবশ্যই নির্দিষ্ট পরিমাণে খাওয়াতে হবে। মাত্রাতিরিক্ত ফিড কখনোই কোন পশুকে খাওয়ানো যাবে না। এতে করে পশুর ক্ষতি হবার সম্ভাবনা বেড়ে যায়।

গরু মোটাজাতকরণ ঔষধের নাম

কিছু কিছু ঔষধ রয়েছে যে সকল ঔষধ খাইয়ে আপনি আপনার রোগা সোগা গরুকে মোটা ও তাজা করতে পারবেন। আপনি যদি আপনার গরুকে মোটা করে বিক্রি করার মাধ্যমে লাভবান হতে চান তাহলে নিচে উল্লেখিত ঔষধ গুলো খাওয়াতে পারেন। 

আপনি যদি বাজার থেকে নতুন গরু কিনে নিয়ে আসেন তাহলে সেই গরুকে প্রথমে কৃমির ঔষধ খাওয়াতে হবে। কৃমির ঔষধ খাওয়ানোর পরে অন্যান্য ঔষধ খাওয়ানো শুরু করবেন। কারণ গরুর যদি কৃমির সমস্যা থাকে তাহলে হাজার ঔষধ খাওয়ালেও গরু মোটা ও স্বাস্থ্যবান হবে না। তাই অন্য যে কোন ঔষধ খাওয়ানোর পূর্বে কৃমির ঔষধ খাওয়াতে হবে।

নিচে গরু মোটাতাজাকরণ ঔষধের নাম আলোচনা করলামঃ

  • লিভার টনিক
  • ক্যালসিয়াম
  • জিংক
  • ভিটামিন বি কমপ্লেক্স
  • রেনাসল এডি ৩
  • ক্যাটোফস ইনজেকশন
  • এমাইনোভিট প্লাস
  • এ-সল
  • ও টি সি ভেট

উপরোক্ত ঔষধ গুলো আপনি আপনার গরুকে মোটা করার জন্য খাওয়াতে পারেন। আপনার গরুর বয়স এবং ওজন অনুযায়ী ঔষধ এর পরিমাণ কম বেশি হতে পারে। তাই অবশ্যই ওষধ গুলো খাওয়ানোর পূর্বে ঔষধের গায়ে লেখা নির্দেশিকা গুলো পড়ে ঔষধ খাওয়াতে হবে। উপরোক্ত ঔষধ গুলোর পাশাপাশি অবশ্যই গরুকে সুষম খাবার খাওয়ানোর দিকে নজর দিতে হবে। তাহলেই আপনার গরু মোটাতাজা হবে।

লেখকের মন্তব্য

আশা করছি আমার লেখা গরু মোটাতাজাকরণ ঔষধের নাম এই আর্টিকেলটি পড়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পেয়েছেন। আমি আপনাদের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেয়ার চেষ্টা করি। আমি প্রয়োজনীয় তথ্য দিয়ে নিয়মিত আর্টিকেল লিখে থাকি। তাই দ্যা বর্ষা ওয়েবসাইট এর সাথে থাকুন এবং নিয়মিত আমার লেখা আর্টিকেল গুলো পড়ুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দ্যা বর্ষা ওয়েব সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url